Itqan School
Welcome to our school

Itqan International School

  1. Home
  2. /
  3. About Itqan

ইতকান কী?

ইতকান আরবি শব্দ যা পবিত্র কুরআনুল কারিমে এসেছে। আল্লাহ তায়ালা ইতকান শব্দটি কুরআনুল কারিমে সুরা নামলের ৮৮ নাম্বার আয়াতে এভাবে বলেছেণ -
Ò وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ۚ صُنْعَ اللَّهِ الَّذِي أَتْقَنَ كُلَّ شَيْءٍ ۚ إِنَّهُ خَبِيرٌ بِمَا تَفْعَلُونَ Ó
Òআর তুমি পাহাড় সমূহকে দেকছো, সেগুলোকে তুমি স্থির মনে করছো। অথচ মেঘমালার ন্যায় চলতে থাকবে। (এটা) আল্লাহর কাজ, যিনি সব কিছু নিখুঁতভাবে করেছেন।নিশ্চয় তোমরা যা কর, তিনি সে সম্পর্কেv অবগত। [সুরা নামল, আয়াত ৮৮]

“And you see the mountains, thinking them rigid, while they will pass as the passing of clouds. [It is] the work of Allah, who perfected all things. Indeed, He is Acquainted with that which you do”.[ 27:88]

ইতকানের বাংলা অর্থ হলো নিখুঁত, নিপুন, নৈপুন্য, শ্রেষ্ঠত্ব, উৎকর্ষ, মহামহিম ইত্যাদি। ইতকানের ইংরেজি হলো Perfected, Excellence, Mastery, Proficiency Etc.

ইতকান ইন্টারন্যাশনাল স্কুল নামকরণের কারণ কী ?

ইতকান যেহেতু একটি অনন্য নাম যা কুরআনুল কারিমে এসেছে সুতরাং ইতকান নামকরণ করা হয়েছে। ইতকানের সাথে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক শব্দ যোগ করা হয়েছে ইতকান ইন্টারন্যাশনাল স্কুল আন্তর্জাতিক মানসম্মত। ইতকান ইন্টারন্যাশনাল স্কুলে পাঠ লাভ করলে বিশ্বের যে কোন আন্তর্জাতিক মানসম্মত প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হবে। ফলে ইতকানের সাথে ইন্টারন্যাশনাল যুক্ত করে ইতকান ইন্টারন্যাশনাল স্কুল নামকরণ করা হয়েছে।

ইতকান ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠালাভের কারণ কী ?

আপনি নিশ্চয়ই জেনে থাকবেন আজ থেকে ৫০ বছর আগে বাংলাদেশের অবস্থা কী ছিল! এক সময় বাংলাদেশকে বলা হত তলা বিহীন ঝুঁড়ি, আজ সেই বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌছেগেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে এক উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাইলে সবার প্রথমে মানসম্মত শিক্ষা নিশ্চত করতে হবে। মানসম্মত শিক্ষা যদি নিশ্চত করা যায় তবেই ২০৪১ সালে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা। একসময় বাংলাদেশের শিক্ষার হার খুবই কম ছিল, সেই অবস্থার পরিবর্তন হলেও আজও কাঙ্কিত শিক্ষার লক্ষ্যে পৌছাতে পারিনি। আর সেই লক্ষ্য পূরণে সরকারের সাথে একাগ্রতা পোষণ করে আগামী দিনের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্চ মোকাবেলায় আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিয়ে ইতকান ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা লাভ করেছে।

কেন আপনার সন্তানকে ইতকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবেন?

ইতকান ইন্টারন্যাশনাল স্কুলই প্রথম সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত স্কুল হিসেবে আত্বপ্রকাশ করেছে। যেখানে শিক্ষার্থীদের বাইরে কোন প্রাইভেট পড়ার প্রয়োজন নেই। এককথায় অতিরিক্ত প্রাইভেট মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। ইতকান ইন্টারন্যাশনাল স্কুল দায়িত্ব নিয়ে বলতে পারে দেশের প্রথম বাংলা, ইংরেজি ও আরবির সমন্বয়ে শিক্ষা ব্যবস্থার এক অনন্য উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে যা নজির বিহীন। ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের রয়েছে নিজস্ব অবকাঠামো, মনোরোম সুশিতল, প্রাকৃতিক পরিবেশ যা সৃষ্টি করবে পাঠদান ও পাঠলাভের এক অনন্য স্থান। আপনার সন্তানের সম্পূর্ণ মেধা বিকাশে ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের রয়েছে প্রতি বিষয়ে আলাদা আলাদা কর্মদক্ষ, মেধাবী, তরুণ ও নিবেদিত শিক্ষকমন্ডলী। গতানুগতিক কোনো ধারা নয় প্রযুক্তি ব্যবহার নিশ্চত করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ইন্টারনেট সমৃদ্ধ ল্যাব, রয়েছে নিজস্ব ওয়েব ও মোবাইল অ্যাপ্স যার মাধ্যমে প্রত্যেক অভিবাবক তার সন্তানের বিষয়ে জানতে পারবেন অতি সহজেই ঘরে বসেই। নিরাপত্তা নিশ্চত করতে শুধু স্কুল চত্বর নয় পুরো এলাকায় বসানো হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন নাইট ভিউ সিসি টিভি ক্যামেরা। শুধু তাত্বিক পড়াশোনা নয় তাত্বিক পাঠের বাহ্যিক রূপদিতে প্রতি বছর আয়োজন করা হবে শিক্ষা সফর, ব্যবস্থা করা হবে সহশিক্ষা। শরীর স্বাস্থ ঠিক রাখতে আয়োজন করা হবে ক্রিড়া প্রতিযোগিতা। নিরাপদ সুপেয় পানি ও স্যানিটারি ব্যবস্থা রয়েছে। কোনো শিক্ষার্থী অসুস্থ হলে ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের রয়েছে নিজস্ব মেডিকেল কেন্দ্র যেখানে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

© Itqan International School 2019 - 2024

This will close in 10 seconds

Home
Teacher
Admission
Search
About Itqan

যেকোনো প্রয়োজনে ফোন করুন

09678221019

01972542601