ইতকান স্কুল ও ব্যাংক এশিয়ার মধ্যে হিসাব কর্ম সম্পাদন সম্পন্ন।
June 3, 2022
0 Comments
ইতকান স্কুল ও ব্যাংক এশিয়ার মধ্যে হিসাব কর্ম সম্পাদন।
আজ ২রা জুন ব্যাংক এশিয়া ও ইতকান স্কুলের মধ্যে কর্ম সম্পাদন হয়। সম্পাদনে ইতকান স্কুলের একটি হিসাব ব্যাংক এশিয়ায় চালু করা পাশাপাশি সকল শিক্ষক ও কর্মকর্তাদের ব্যাংক একাউন্ট চালু করা হয়। এর ফলে চলতি মাস হতে ইতকান স্কুলের শিক্ষক ও কর্মকর্তাদের মাসিক বেতন ভাতা ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে।
Tags: Itqan, Itqan International School, Itqan School, Manikganj, ইতকান, ইতকান ইন্টারন্যাশনাল স্কুল, ইতকান স্কুল, মানিকগঞ্জ