ইতকান স্কুলে বার্ষিক শিক্ষা সফর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
February 23, 2025
0 Comments

মানিকগঞ্জের ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষা সফর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ি ও লালন আখড়া ভ্রমণ করানো হয়। সকাল ৭ টায় যাত্রা শুরু হয়ে সন্ধা ছয় টায় এ শিক্ষা সফর শেষ হয়। রবীন্দ্র কুঠিবাড়ি ও লালন আখড়া ভ্রমণ করে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে।
Tags: Itqan, Itqan International School, Itqan School, Manikganj, ইতকান, ইতকান ইন্টারন্যাশনাল স্কুল, ইতকান স্কুল, মানিকগঞ্জ