গাছের চারা বিতরণ ও কেক কাটার মাধ্যমে পালিত হল ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী।
September 1, 2023
0 Comments

আজ শুক্রবার ১লা সেপ্টেম্বর ২০২৩ ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়। ইতকানের প্রধান শিক্ষকের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের গাছ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Tags: Itqan, Itqan International School, Itqan School, Manikganj, ইতকান ইন্টারন্যাশনাল স্কুল, ইতকান স্কুল, মানিকগঞ্জ