ইতকান স্কুলে বই বিতরণ উৎসব-২০২৩ অনুষ্ঠিত।
January 1, 2023
0 Comments

ইতকান স্কুলে ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় ১লা জানুয়ারি বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক হানাফীর সভাপত্বিতে ও সহকারী শিক্ষক শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Tags: Itqan, Itqan International School, Itqan School, Manikganj, ইতকান, ইতকান স্কুল