ইতকান স্কুলে স্কুল পার্টি অনুষ্ঠিত।
October 27, 2021
0 Comments

ইতকান স্কুলে স্কুল পার্টি অনুষ্ঠিত।
করোনার পরে স্কুলে উপস্থিতির কারণে স্কুল পার্টি অনুষ্ঠিত হয়েছে ইতকান ইন্টারন্যারন্যাশনাল স্কুলে। ২৭ অক্টোবর ২০২১ বুধবার সারাদিন ব্যাপী এ আয়োজন হয়।
সকাল ১০ টা হতে শুরু হয়ে সন্ধা ৬ টা পর্যন্ত চলে স্কুল পার্টি। সকালে সবাই স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করে। জাতীয় সঙ্গীত ও পতকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।

এর পর একে একে কুরআন তেলাওয়াত, শিক্ষকদের আলোচনা পরে অভিভাবকদের বকক্ত্যের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

তৃতীয় পর্বে অভিভাবকদের খেলার মাধ্যমে শেষ হয় স্কুল পার্টি।
Tags: Itqan, Itqan International School, Itqan School, Manikganj, ইতকান, ইতকান ইন্টারন্যাশনাল স্কুল, ইতকান স্কুল, মানিকগঞ্জ, স্কুল পার্টি