নতুন আইপি নাম্বার চালু করল ইতকান স্কুল। October 6, 2021 0 Comments নতুন অফিসিয়াল আইপি নাম্বার চালু করল ইতকান ইন্টারন্যাশনাল স্কুল। আরও সহজে যোগাযোগ করতে নতুন আইপি নাম্বার চালু করছে ইতকান স্কুল। এখন থেকে ছুটিরদিন ছাড়া সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত নতুন এই নাম্বারে ফোন করা যাবে। আইপি নাম্বারে ফোন করা ক্ষেত্রে যেকোনো আইপি নাম্বার থেকে কল করলে কোনো চার্জ ছাড়াই কথা বলা যাবে। নতুন আইপি নাম্বার : 09678221019 Share Tags: Itqan, Itqan International School, Itqan School, Manikganj, ইতকান, ইতকান ইন্টারন্যাশনাল স্কুল, ইতকান স্কুল, মানিকগঞ্জ Post navigation Previous: নিকটতম আত্মীয় মারা গেলে ইতকানের ছাত্ররা জানাজা পড়াতে পারবে এমন যোগ্য করে গড়ে তোলা হচ্ছে – পরিচালকNext: ইতকান স্কুলে স্কুল পার্টি অনুষ্ঠিত।