নিকটতম আত্মীয় মারা গেলে ইতকানের ছাত্ররা জানাজা পড়াতে পারবে এমন যোগ্য করে গড়ে তোলা হচ্ছে – পরিচালক

0 Comments

নিকটতম আত্মীয় মারা গেলে ইতকানের ছাত্ররা জানাজা পড়াতে পারবে এমন যোগ্য করে গড়ে তোলা হচ্ছে – ইতকান স্কুলের পরিচালক।

আজ ২রা অক্টোবর শনিবার ‍দ্বিতীয় শ্রেণির অভিভাবক সমাবেশে আরবি শেখানো নিয়ে কথা বলার সময় এক পর্যায়ে পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক হানাফী বলেন আমরা শুধুমাত্র কুরআন শরীফ শেখাবো তা নয়, বরং এমন শেখানো হবে যেন, নিকটতম আত্মীঢ মারা গেলে ইতকানের ছাত্ররা তার জানাজা পড়তে নয় পড়াতে পারে। পিতার- মাতার আশা থাকে যেন তাদের মধ্যে কেউ মারা গেলে জানাজা তার নিজ সন্তান পড়াতে পারে। আমরা এমন যোগ্য করেই গড়ে তুলব ইনশাল্লাহ যোগ করেন পরিচালক।

এখন থেকে প্রতিমাসেই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান পরিচালক। প্রতিটি সমাবেশেই অভিভাবকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

Share

Tags: , , , , , , ,