ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ওয়েবসাইট চালু হলো, সকল সেবা মিলবে এক ওয়েবসাইটে।

0 Comments

ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ওয়েবসাইট চালু হয়েছে। আজ ১লা অক্টোবর ২০২১ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ওয়েবসাইটের কার্যক্রম চালু করা হয়। এখন থেকে সকল সুবিধা একই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। পাওয়া যাবে দেশ বিদেশের নানা শিক্ষামূলক তথ্য। ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জানান- আমাদের পুরোনো ওয়েবসাইটি মোবাইল ইন্টারফেস ভালো ছিল না, কোনো তথ্য পেতে বিরম্বনা পোহাতে হত। বর্তমান নতুন ওয়েবসাইটি মোবাইল ইন্টারফেস আকর্ষণীয় করা হয়েছে। যেহেতু বেশিরভাগ মানুষ মোবাইল ব্যবহার করে তাই সহজেই মোবাইল ব্যবহার করে সকল কাজ করা যাবে।

এছাড়াও আমাদের শিক্ষার্থী ও শিক্ষক ম্যানেজমেন্টর জন্য তৃতীয়পক্ষের সাহায্য নিতে হতো। বর্তমানে আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট ও ডাটাবেইজের মাধ্যমে ব্যবস্থাপনা করতে সক্ষম হবো বলে যোগ করেন পরিচালক।

বিষয়ভিক্তিক নিন্মোক্ত উপওয়েবসাইট ব্যবহৃত হবে।

প্রধান ওয়েবসাইট https://itqanschool.com
ভর্তি https://admission.itqanschool.com
ফলাফল https://result.itqanschool.com
ক্যারিয়ার https://career.itqanschool.com
অভিভাবক সমন্বয় কমিটি https://gic.itqanschool.com

সকলকে পূর্বের ওয়েবসাইট ব্যাতিরেকে নতুন ওয়েবসাইট ভিজিট ও সেবা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Tags: , , , , , , , , ,

Leave a Reply