করোনা টিকা প্রাপ্তিতে নজির স্থাপন করেছে ইতকান স্কুল।

0 Comments

করোনা টিকা প্রাপ্তিতে নজির স্থাপন করেছে ইতকান স্কুল। টিকার জন্য প্রথমে সুরক্ষাতে নিবন্ধন সেখান থেকে টিকা কার্ড সংগ্রহ করে টিকা গ্রহণ একটি জটিল পদ্ধতি। এই জটিলতা দূর করতে ইতকান ইন্টারন্যাশনাল স্কুল তার শিক্ষার্থীদের অভিভাবকদের নিবন্ধন ও টিকা প্রাপ্তি নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত প্রায় ৬০% অভিভাবক ইতকান স্কুল থেকে টিকার জন্য নিবন্ধন করেছেন। টিকা নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জানান- গ্রামের মানুষ এমনিতেই টিকার প্রতি অনাগ্রহী, তারউপর টিকা প্রাপ্তিতে নিবন্ধন জটিলতাতো রয়েছেই। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন সুরক্ষিত থাকে। সেজন্যই আমরা আমাদের সকল অভিভাবকদের বিনামূল্যে টিকা নিবন্ধন করে দিয়েছি। যাদের সন্তান আমাদের স্কুলে পড়েন না এমন অভিভাবকদেরও আমরা টিকার জন্য নিবন্ধন করে দিয়েছি যোগ করেন পরিচালক ।

টিকা গ্রহণকারী ইতকান ইন্টারন্যাশনাল স্কুলের এক অভিভাবক জানান – ‘স্যার আমাদের অনেক উপকার করেছেন। আমরা তো জানতামই না টিকার বিষয়ে স্যার নিজে ডেকে আমাদের নিবন্ধন করে দিয়েছেন। টিকা নিয়ে এখন সুস্থ্য আছি।’