Annual Study tour 2024
প্রচেষ্টার ৩ বছর পূর্তি
১লা সেপ্টেম্বর ২০১৯ – ১লা সেপ্টেম্বর ২০২২
১. করোনা কালীন ভূমিকা
২০২০ সালের মার্চ মাস হতে বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হয়। শুরুর পর থেকেই বাংলাদেশে বন্ধ করে দেয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান ফলে এক অনিশ্চিত শিক্ষা যাত্রার দিকে অগ্রসর হয় পুরো শিক্ষাব্যাবস্থা। ইতকান সেসময় অনলাইন-অফলাইনে সার্বক্ষণিক যোগাযোগ রাখে তার শিক্ষার্থীদের সাথে এবং পর্যায়ক্রমে শুরু করা হয় অনলাইন ক্লাস ফলে করোনার ক্ষতি অনেকটাই রক্ষা হয় শিক্ষার্থীদের।
২. প্রাথমিক সমাপ্ত করে মাধ্যমিক শাখায় শিক্ষার্থীদের গমন
২০২১ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা প্রাথমিক সমাপ্তকরে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে সফলভাবে ভর্তি হয়।
৩. উপবৃত্তি প্রদান
২০২২ শিক্ষাবর্ষ হতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে উপবৃত্তি সুবিধা। যেখানে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা উপবৃত্তির টাকায় তাদের নিজেদের পড়াশোনার সুযোগ পাচ্ছে।
Tags: Itqan, Itqan International School, Itqan School, Manikganj, ইতকান ইন্টারন্যাশনাল স্কুল, ইতকান স্কুল, মানিকগঞ্জ